Tuesday, December 18, 2018

শয়তান যেভাবে মানুষকে ফাঁদে ফেলে.....

বাসের সিট। ভদ্র লোকের পাশে বসা এক
সুন্দরী যুবুতি।
.
- আমি তোমাকে শুধু এক রাতের জন্য চাই।
দশ হাজার পাবে।
- অসভ্য, ভদমাইশ কোথাকার!
.
রেগে-মেগে আগুন যুবুতি। দেখে মনে হয়,
বড়লোকের বেটি।
- এই আস্তে আস্তে, বাসের মানুষেরা শুনে
ফেলবে। যাও আমি তোমাকে ১০ লক্ষ টাকা
দিবো। প্লিজ শুধু মাত্র এক রাত! কেউ
জানবেনা। ১০ লাখ পেয়ে যাবে। এখনি
তোমাকে চেক লিখে দিতে পারি।
.
ভদ্রলোকের চোখে-মুখে আত্মবিশ্বাসের
ছাপ। সত্যিই টাকাটা দিতে পারবে সে।
.
- এইবার যুবুতির গলায় কোন আওয়াজ নেই।
চুপ হয়ে গেলো। নিচের দিকে তাকিয়ে কী
যেন ভাবছে?
- কী ভাবছো? কিছুই ভাবার নেই। এখন
আমি তোমাকে ১০ লক্ষ দিবো না, মাত্র
১০০ টাকা দিবো। চলবে? শুনো আমি বুঝে
গিয়েছি তুমি কেমন মেয়ে।
.
এখনো যুবুতির আর গলার আওয়াজ নেই। একটু
আগেই সে নিজের আদর্শকে বিক্রি করে
দিয়েছে। শুধু মাত্র টাকার অংকটা
পরিবর্তন হয়েছে। এখন আর চাইলেও
লোকটাকে সে অসভ্য বলতে পারছেনা।
কারণ তার বিবেকের কাছেই সে
নাস্তানাবুদ হয়ে গিয়েছে।
.
শয়তানের ব্যাপারটাও এমন। বড় আশা
দেখাবে। বড় বড় অফার দেখাবে৷ যখনি
আপনি আপনার আদর্শ পরিত্যাগ করে তার
আশার দিকে ছুটবেন তার কাজ শেষ। সে
বলবে, "হে আদম সন্তান তুমি নিজেকে
দোষারপ করো, আমাকে দোষারপ করোনা।
আমার তো তোমার উপর কোন আধিপত্য
ছিলনা। আমি শুধু ডেকেছি, আর তুমি সাড়া
দিয়েছো।"
.
তাই নিজের প্রতিটি কথায় আল্লাহকে
রাখার চেস্টা করুন। আল্লাহপাক তার
প্রদত্ত নেয়ামতকে আরো বাড়িয়ে দিবেন।
.
কিছু সহজ কথা যা মানুষের ঈমান বাড়ায় -
.
- আল্লাহপাক ভাল রেখেছেন।
- আল্লাহপাক খাওয়াইছেন।
- আল্লাহ ঘুম থেকে উঠালেন।
- আল্লাহপাকই ভাল জানেন।
- আল্লাহ আপনার দ্বারা আমাকে সাহায্য
করলেন।
- আল্লাহপাক তাকে সুস্থ করেছেন।
- আল্লাহ বাচিয়েছেন।
- আল্লাহ যদি চান......
.
.
সূরা ইবরাহীমের ৭ নং আয়াতে
আল্লাহপাক বলেন -
ﻭَﺇِﺫْ ﺗَﺄَﺫَّﻥَ ﺭَﺑُّﻜُﻢْ ﻟَﺌِﻦ ﺷَﻜَﺮْﺗُﻢْ ﻷَﺯِﻳﺪَﻧَّﻜُﻢْ ﻭَﻟَﺌِﻦ ﻛَﻔَﺮْﺗُﻢْ ﺇِﻥَّ ﻋَﺬَﺍﺑِﻲ ﻟَﺸَﺪِﻳﺪٌ
"যখন তোমাদের পালনকর্তা ঘোষণা
করলেন যে, যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে
তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ
হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে
কঠোর।"

No comments:

Post a Comment